Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেবার ধাপ
বিস্তারিত

কী সেবা কীভাবে পাবেন

 ক) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স যুব প্রশিক্ষণ কেন্দ্রে  নিম্নবর্নিত সময়ে পরিচালিত হয়:

ক্রমিক নং প্রশিক্ষণ ট্রেডের নাম শিক্ষাগত যোগ্যাতা কোর্সের মেয়াদ ও শুরুর মাস ভর্তির বিজ্ঞপ্তি জারী/ যোগাযোগের মাস আসন সংখ্যা (জন) আবাসন ব্যবস্থা ও ভাতাদি কোর্স/ভর্তি ফি
০১
গবাদি পশু হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ,  কৃষি ও উহাদের প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ।


এ বছরে ২ ব্যাচ প্রশিক্ষণ হবে।

৮ম শ্রেণি পাস
৩ মাস।
কোর্স শুরুর মাস :
১ম ব্যাচ - ১৬ জুলাই/২৩
২য় ব্যাচ - ১ ডিসেম্বর/২৩


ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।
জুন/২৩ মাস
জুলাই/২৩ মাস
৬০ জন প্রশিক্ষণটি আবাসিক বিধায় হোস্টেলে থাকা বাধ্যতামূলক। উপস্তিতির ভিত্তিতে মাসিক ৪৫০০ টাকা ভাতা রয়েছে যা তিন বেলা খাবার জন্য ব্যবহৃত হয়।

ভর্তি ফি- ১০০/-

(একশত) টাকা

জামানত- ১০০/-

(একশত) টাকা 

[ ফেরতযোগ্য]


০২ কৃষি ও উদ্যানতত্ত্ব প্রশিক্ষণ কোর্স ৮ম শ্রেণি পাস
১ মাস।
কোর্স শুরুর মাস :
১ নভেম্বর/২৩
ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।
অক্টোবর/২৩ মাস

৫০ জন
প্রশিক্ষণটি আবাসিক বিধায় হোস্টেলে থাকা বাধ্যতামূলক। উপস্তিতির ভিত্তিতে মাসিক ৪৫০০ টাকা ভাতা রয়েছে যা তিন বেলা খাবার জন্য ব্যবহৃত হয়।

ভর্তি ফি- ১০০/-

(একশত) টাকা

জামানত- ১০০/-

(একশত) টাকা 

[ ফেরতযোগ্য]


০৩ গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্স ৮ম শ্রেণি পাস
১ মাস।
কোর্স শুরুর মাস :
১ মার্চ/২৩
ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।
ফেব্রুয়ারী/২৪ মাস

৫০ জন
প্রশিক্ষণটি আবাসিক বিধায় হোস্টেলে থাকা বাধ্যতামূলক। উপস্তিতির ভিত্তিতে মাসিক ৪৫০০ টাকা ভাতা রয়েছে যা তিন বেলা খাবার জন্য ব্যবহৃত হয়।

ভর্তি ফি- ১০০/-

(একশত) টাকা

জামানত- ১০০/-

(একশত) টাকা 

[ ফেরতযোগ্য]


০৪ হাঁস মুরগি পালন প্রশিক্ষণ কোর্স
৮ম শ্রেণি পাস
১ মাস।
কোর্স শুরুর মাস :
১ মে/২৩
ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।
এপ্রিল/২৪ মাস
৫০ জন
প্রশিক্ষণটি আবাসিক বিধায় হোস্টেলে থাকা বাধ্যতামূলক। উপস্তিতির ভিত্তিতে মাসিক ৪৫০০ টাকা ভাতা রয়েছে যা তিন বেলা খাবার জন্য ব্যবহৃত হয়।

ভর্তি ফি- ১০০/-

(একশত) টাকা

জামানত- ১০০/-

(একশত) টাকা 

[ ফেরতযোগ্য]


সেবার ধাপঃ

১। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর ভালভাবে পড়তে হবে। যোগ্যতা ও করণীয় সম্পর্কে অবগত হতে হবে।

২। নিকটস্থ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করে মনোনয়ন নিশ্চিত করতে হবে।

৩। অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ওয়েব পোর্টাল dyd.nise.gov.bd/courses

৪। নির্ধারিত তারিখে যুব প্রশিক্ষণ কেন্দ্র বাগেরহাটে ভর্তি পরীক্ষা ও সাক্ষাতকারের জন্য উপস্থিত হতে  হবে।

৫। নির্বাচিত হলে নির্ধারিত তারিখে ভর্তি হয়ে প্রশিক্ষণ কোর্স শুরু করতে হবে।

৬। কোর্স শেষে এলাকায় গিয়ে আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রম শুরু করার চেষ্টা করতে হবে।

৭। ঋণ সহায়তার জন্য নিকটস্থ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে।